এসেছ তুমি এ-ই দুনিয়ায়
ক্ষণিক সময় নিয়ে।
যেতেই হবে পরপারে
আপন আমল নিয়ে।
মুগ্ধ তোমার দুটো নয়ন
চাকচিক্য ঘিরে।
হিরা পেলে বেচে নিলে
কাচ কে আপন করে।।


জীবন যৌবন ভোগবিলাস
কভু  স্থায়ী নয়।
যেতেই হবে তোমার আমার
অন্ধকার কবরে।
লক্ষ লক্ষ ক্রোমোজমের
একটি'র ফসল তুমি।
জন্ম হতে আজ অবধি
আছে সবার ঋণ।


আজকে তুমি আত্মহারা
আছেই ক্ষমতা।
সম্পদেরই পাহাড় আছে
কিসের ভাবনা।
অনিয়মের রাজত্বে আজ
নিয়ম যে মানা
বিচার দিবসে জবাব দিবেই
পুরো ষোলো আনা।।


মরবে তুমি, মরব আমি
বাড়বে আরও ঋণ
শোধ করিব কেমনে ভাব
তোমার আমার ঋণ।
ভাবনায় ভাবি এখনি
সময় পাব কম
শেষ নিঃশ্বাসের বিশ্বাস যে নেই
যাবে যখন দম।