মুষল ধারে বৃষ্টি ঝরে
থৈ থৈ করে পানি
খেলতে নামে পারার ছেলেরা
চোট্টন,অয়ন ও অনি।
তাই না দেখে নাচছে টমি
কুকুর ছানা নিয়ে।
পুকুরে তে নাচছে কই
নাচছে শিং আর শোল।


পুকুরে আসছে পানি
পুকুর পাড় বেয়ে
তাই না দেখে হাসছে কই
তাকধিনা ধিন ধিন।


থাকব না আর বদ্ধ কূয়ায়
বড্ড পানি কম!
শীত কালে সব শুকিয়ে যায়
বাঁচা ভীষণ দায়!
তাইতো এবার পণ করেছি
চলব সবাই  হাওড় ।


বজ্রপাতের শব্দ শুনে
মাছেরা বেজায় খুশি।
এখনি বুঝি হল সময়
আর নয় তো দেরী!
কই মাছের ঝাঁক জড়ো হল
এখনি যাবে চলে
কানে দিয়ে চলল সবাই
স্রোতের বিপরীতে।


পুকুর পারে আম কুড়া তে
আসল পারার ছেলে
এসে দেখে মাছেরা সব
আসছে পারের দিকে
টপাটপ্‌‌ ধরল সব
রাখল লুঙ্গির মাঝে।


ছোট্ট মাছের ছোট্ট স্বপ্ন
যাবে অন্য কোথাও
ছোট স্বপ্নের সলিল সমাধি
অংকুরে গেল বিনাশ।