শতাব্দির সাক্ষী হয়ে জেগে আছে সবিতা
দুটি পাতার একটি কুড়ির আদি অনাদি
ঊর্মি কন্ঠে মহানন্দে অসমাপ্ত কবিতা ।


প্রত্যুষের সোনালী আভায় ঢেউ খেলে
জটিল ধাঁধা নিষিক্ত করে পথিক চলে
ধনুকের ন্যায় তুমি আকড়ে ধরো পা তার
মাইকেল ক্বীন'র সুরে বিনিদ্র অহংকার ।


দেখেছো দর্পভরে আসক্ত খরতর
কালের খেয়ায় পর্যটকের তৃঞ্চার্ত মুখ
ঘড়ির স্পন্দিত কাঁটা সহোদর তোমার
চক্রবাকে বিমুগ্ধ বিধাতার কৌতুহলী চোখ ।


প্রেয়সী তুমি,রূপকাঞ্চন, কবির কলম তুমি
তোমার যুগলে তরী বায় মাঝি নমিঃ নব নমিঃ
ইস্পাতের স্ফুলিঙ্গ যৌবণ তোমার পবিত্র
অবনমন,জাগরণ, নিয়ত অয়ন তুমি চির মিত্র ।।