আকাশ বলে তারার কাছে
শুনেছে তার নাম
সাগর নদী ঊর্মিমালা
তাহার নিত্য শ্যাম।


ফুল পাখি আর তরুলতার
বন্ধু ছিলেন তিনি
বাংলাদেশের হৃদয় নামে
সবাই তাকে চিনি।


ভাবুক হয়ে আঁকতো বসে
মধুমতির তীর
যুদ্ধ যুদ্ধ খেলার ছলে
সাজতো মহাবীর।


গরিব দুঃখীর বন্ধু যিনি
তিনিই মোদের খোকা
লাল-সবুজের বৃত্তে তাহার
ছবি আছে আঁকা।


খোকা যখন মুজিব হলো
ভাবলো দেশের কথা
দেশ মাতৃকার করুণ ছবি
ব্যথার কথকতা।


ভিনদেশীদের ঘায়েল করে
এনে দিলেন দেশ
স্বাধীন বাংলা সোনার স্বদেশ
মুক্ত পরিবেশ।


তাহার রক্ত মিশে আছে
দেশের শ্যামল ঘাসে
পদ্মা-মেঘনা-যমুনা আর
সুরমার উচ্ছ্বাসে।


মুজিব ছিল মুজিব আছে
মুজিব সবিশেষ
মুজিব মানে লাল-সবুজের
স্বাধীন বাংলাদেশ।।।