দৃষ্টিতে দূরের পাহাড় গুলো যখন ঝাপসা লাগে-
বিষাদ রোদে একাকিত্বের স্পষ্টতা
এপার ওপার ছুঁয়ে একাকার,
অতীতের ঢোঁক গিলে বর্তমানের প্লেটে যখন
রেখে দিয়েছি ছাব্বিশের ডানা ঝাপটানো মগজ;
অট্টহাসি দিয়ে ভবিষ্যতেরা আমার সাথে
কানামাছি খেলে।
রাতের আকাশ থেকে যখন দেখি চাঁদটা খসে আসবে অন্ধকার ভেদ করে আমার জানালায়;
দু'চোখে দহনের দাদন নিয়ে একটি প্যাঁচা অগ্রহায়ণের তুলসী তলায়।


সময়ের দখলি বাহানা'রা যদি
এমন করে শর্ত পূরণ চায়,
আমি জীবন সমুদ্রের লেনাদেনা মিটিয়ে
হাঙরের জলজ খেয়ায় ভেসে
পাড়ি জমাবো কোন দূরের সৈকতে,
জীবন থেকে সরে দূর বহুদূরে,,,


  ১৬|১১|২০১৮
     চট্টগ্রাম