আসিয়াছিনু যবে মা তোর নাড়ি ছেদন করিয়া,
কষ্ট দিয়াছিনু মা তোকে চিত্ত ভরিয়া।
বদলে পেয়েছিনু  চিত্ত খুশির মানিক সোনা ডাক-
বইছিল যখনো নিম্নে তোর পয়দা হবার খুন,
পেয়েছিনু মা তোর নাড়ির ছেদন কালে-
কষ্টের মাঝে গর্ব খুশির উৎসুক গুনগুন।
আজ মা তুই রাখিয়া মোরে কোথায় গিয়া রইলি একা,
কান্দে না তোর মন এ ভাবিয়া বুকের মানিকও রইছে একা।