কষ্ট গুলো জমেছে হৃদয় জুড়ে
জানা নেই তার কোথায় সীমা,
          হুদাই তার মোহের সিন্দুতে
হৃদয় রেখেছি পূর্ণ জমা।


হুদাই খুঁজেছি ভালোবাসা স্রেফ
মায়াবী নয়ন নীড়ে,
        হুদাই বেঁধেছি স্বপ্নের ঘর
কূলভাঙ্গা সেই তিস্তার তীরে।


হুদাই খুঁজেছি নরম দু’হাত
বিশ্বাসের আশ্বাস,
          পেলাম শেষে শূন্য দু’হাত
আর হাজার দীর্ঘশ্বাস।


হুদাই রেখেছি ঠোঁটে ঠোঁট
বৃত্তে বিন্দু করে,
      উষ্ণতার বদলে সেথায় দেখেছি
জীবনের বলিদান চলে।


হরিণী নয়না হৃদয় হরণী
          কোথায় তুমি আজ,
আমার বুকের আকাশ জুড়ে
             দেখে যাও
  শুধুই বেদনার কারুকাজ।