নজরুল তুমি অব্যয়-
তোমার নেই কোন ক্ষয়!
তুমি দিগন্ত,
তুমি প্রশান্ত।
তুমি আপনার বলে বীরের বাহুর
রজত-জয়ন্তী,
তুমি তরুণের বিশ্বাস-স্বপ্ন-সাধ-
তুমি বিশ্ব-তোরণে বৈজয়ন্তী!
তুমি মরমী,
তুমি মরমিয়া দরদী,
তুমি ময়ূখ মরকত, কবিতার মরম,
তুমি প্রেয়সীর মমত্বে বিহ্বল মরদ।
তুমি অবহেলিত মানুষের অভয়_ নাই কোন ভয়;
তুমি আশার আলো জ্বালো,
তুমি রাত্রি-নিশীথিনী বিশ্ব-নিশুতির-
নবীন নতুন আলো!
তুমি ধিক্কার,
তুমি অত্যুগ্রের চিৎকার!
তুমি তূর্য, তুমি উলঙ্গ সূর্য।
তুমি অবিনশ্বর,
তুমি অক্লান্ত,
তুমি মহাপ্রলয় পৃথ্বীর
অঙ্কিত অধর 'অচিন্ত্য"!
তুমি-চির-শিশু চির-কিশোর,
তুমি অতলস্পর্শ অতল গভীর-
চির-উন্নত অজাতশ্মশ্রু সুশ্রী ঈশ্বর!

আজ এই জন্মতিথিতে দিলাম গো প্রিয়
ভক্তি-শ্রদ্ধা গুচ্ছ_
আমি নগন্য অতি তুচ্ছ।
দোয়া করো গো স্বর্গে বসি-
ওহে চির-অনন্ত বিদ্রোহী বীর....
যেন তম মত মম ঐ তন্ত্রমন্ত্র-ছন্দ-শব্দ
জালিমের বুক ছিদ্র করে-
পর্বত শিখরে বেঁধে রাখে শির!....


(আজ আমার প্রেম, আমার ভালবাসা, আমার কবিতার ঈশ্বর কবি: কাজী নজরুল ইসলামের জন্মদিনে বিনম্র শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি)