এতটুকুই ছিল লোক দেখানো প্রীতি,
ভোর না হতেই ফুল নিয়ে ছুটাছুটি
                         ...প্রভাত ফেরীতে!!


ভর কোলাহলে খানিক নীরবতায় ছুড়ে ফেলে থুঁতো,
পুষ্পাঞ্জলিতে জুড়োয় ব্যথা পায়ে রেখেই জুতো
                  ...অবমাননার সারিতে!!


২১ শে, বিজয়ে, বৈশাখে নোংরামির আমেজ,
নোংরামো করেই চলেছে নোংরারা আরামে বেশ
                   ...পার্কে আর গাড়িতে!!


দিবস এলেই জাগে দেশপ্রেম আর চেতনা,
দুদিন পরেই অচেতনে রয় দেশ গড়ার ভাবনা
                           ...ঘুমের বাড়িতে!!


মুখের রসে দেশপ্রেমী এদেশ ভিজাইয়াছে যারা,
দেশ গিলে আনন্দে নাচে বাজনা বাজায়ে তারা
            ...দেশপ্রেমের শুণ্য হাঁড়িতে!!