হয়তো... সেদিন জানা হয়নি,
পলক সম মুহূর্ত্বের ব্যবধানে উদাসমনে কেন এক পথিক মৃত্যুটাকেই অনাকাঙ্ক্ষিত ভাবে মনোনীত করে, হঠাৎ মরণও বেরসিক চিত্তে বলে ওঠে কোথায় যাবি আমাকে রেখে রে?
মরেই তো আছিস্...।


মরেই তো আছিস্... এক লহমায় এক প্রেমময় দৃষ্টিসুখে, যেন এক কুড়িয়ে পাওয়া সুখানলে অনুভূতিশীল যক্ষিণীর বিষাক্ত নজরবন্ধিতে,
যা তোকে নীলচাষী করবেই অামরণ।


আজ ণত্বষত্বজ্ঞান মননে সহসাই ভেসে আসে- তোমার ঐ ভয়ানক বিভ্রমা অভয়বের ঠাহরটাই ছিল দূর থেকে ধেয়ে আসা অনাকাঙ্ক্ষিত মৃত্যুকামী পরিবহণ, কেন নীলচে রঙ গায়ে বেশ মানানসই আর কেনই বা গতর পুড়ে নিছক কালো তার কারণ।


সেই গা ঘেঁষে যাওয়া পরিবহণ'এর সাথে হয়েছিলো বিজলির ন্যায় এক ঠাঠালো দৃষ্টিপাত।
তাইতো বারংবার আমি চিত্কার করে দিবো নির্দ্বিধায় পৃথিবীর সমগ্র জনতার সম্মুখস্থ কাঠগড়ায়-
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটি কোন যেনতেন দৃষ্টিপাত কখনোই ছিলো না, ছিলো এক ভয়ানক বজ্রপাত।


স্বত্বসংরক্ষিত
রচানাকালঃ ২৭/০৭/১৭ইং
সময়ঃ ০৩:০০ এ এম।