হ্যাঁ মাতাল আমি!
বদ্ধ মাতাল আমি,
আমিই বেরসিক নেশাখোর,
তোর রেখে যাওয়া নীলাভ কষ্ট পেয়ালা রোজই নিজ হাতে ভরাই আমি খুব সযতনে ঐ-
পোড়া দু'চোখের তিক্তরসে।
নিদ্রাদেবীও তখন বেসামাল,
স্বর্গীয় মহামিলনে মাততে আমার সনে
উম্মুলিত করেই চলছে আলিঙ্গনে।
ভোর যে হতে চললো বলতেই-
বলেছিলাম আরেকটু পিয়ে নিই?
তবুও হাত ছাড়েনি সজোরে টানতেই-
আবারো চিৎকার করে বলেছিলাম
যাবো না আমি শয্যা,
কেন টানছিস্ অামায় রে...? নিদ্রানাশিনী।
চেয়ে দ্যাখ ঐ শয্যা তূলায় নয় কণ্টকময় শিমুলকাষ্ঠে গড়া, যার বাকল সহস্র কণ্টকে ভরা।
দুঃখ তো সেখানেই!
কথাগুলো কারো গা এতটুকু না ছোঁয়ার আগেই গাল বেয়ে আসা শরাবে পেট পুরে অতঃপর চিরনিদ্রা।