সূর্য তুমি- কত নামে'ই না পরিচিত ধরাধামে,
আদৌ কী পেয়েছো খুঁজে বাঁচার মানে?
হেলে যাবে তুমি-ডুবে মরবে তুমি ঐ আঁধারের কাল সাগরে।
অন্তিমদশা চরমে জেনেও তোমার আলোয় বাঁচাবার যে অভিনব কৌশলে শূন্য এ ধরা আর- প্রোজ্জ্বলিত করে যাচ্ছো দিনের পর দিন একাধারে।
স্রষ্টার অপার মহিমাব্যঞ্জক তুমি!
তোমার প্রাপ্তিতে আছে-
মহাসমুদ্র শুকিয়ে নেয়ার ক্ষমতা,
তোমার আলোয় চারণভূমি-প্রকৃতি'তে দারুণ সখ্যতা।
খুব জানতে ইচ্ছে করে-
তোমারর ভেতরে কী চলে?
তুমি আপন আলোয় জ্বলছো না'কী-
আমার মত'ই অবিরত পোড়ছো আত্মতাপদাহে্
পোড়া'কয়লার ন্যায় বহ্নিমানের অন্তরালে?