শুনেছি মাগো তোমার নাড়িছেঁড়া ধন
একাত্তরে বহায়েছে রক্তের প্লাবন,
স্বেচ্ছায় হয়েছে কুরবান
বাঁচাতে তোমার মান
হন্যে হয়ে তারা-
এনেছিলো স্বাধীনতা।


শুনেছি মা তুমি যে সার্থক
আর তোমার ঐ ছিন্নায়িত নাড়ি
সার্থক যে তোমার সবুজবর্ণ শাড়ী,
তোমার ধূসর গায়ে আজো রক্তমাখা
আঁচলে তাই রক্তিম বৃত্ত আঁকা-
উড়ে স্বাধীন পতাকা।


শুনেছি মাগো-তোমার
কিশোরী ঐ কণ্যা,
মান হারিয়ে সে আজ বীরাঙ্গনা।
সর্বহারা হইছে কত আরো হয়েছে লাঞ্ছিতা,
তার দামে আজ এই সার্থকতা-
উড়ে স্বাধীন পতাকা।


শুনেছি মা’
কৃষক-শ্রমিক ভাই ভয় করে নাই
ছাত্র শিক্ষকও তাই,
সমিলে সকল জাতি রুখে বর্বরতা
হায়ানা পরাস্ত করে আনে স্বাধীনতা।
তারই ফলশ্রুতিতে
আজ অবিরামে বাংলাদেশ নামে
উড়ে স্বাধীন পতাকা ।।
_______________