মাগো..ওমা! চেয়ে দ্যাখ, দ্যাখনা একবার।
খিন্ন চিত্তে আর কত- গুমরে কাঁদবি বল?
  মা..রে, হাটে গেছিলাম- যে স্বাধীনতার,
  প্রাণ করে দিতে তোর- সে পায়েরই মল।


ওহ্! বুঝেছি মা তোর- চোখে কেন জল,
  শোকে নয় দেখে জয়- উল্লাসে সবার!
  ফিরছিলো নিশান তুলে- বাজিয়ে মাদল-
তাঁদের কায়ায় দেখে- বদন খোকার।


সবুজ খামের ভাঁজে- লাল টুকরো পুরে,
আহ্! অঙ্কিত স্বাধীনতা- মাগো তোরই জন্য।
এ খোশবার্তা নব সূর্য! নিত্য করতে ধন্য,
বরণে স্মরণে সব- আঙিনায় উড়ে।


তোর তরে ছিলো মাগো- দাদন আমার,
প্রাণ সঁপে তোর পায়ে- মল উপহার।


রচনাকালঃ ১২/১২/১৭ইং
www.somoyerkolom.com