অতটা সুন্দর না...যতটা দেখায়,
ততটা ধরেও না মাথায় যতটা ঘুরায়।


যেন এক বৈদ্যুতিক নাগরদোলা,
এ যেন বিশালী মেলা মাঠে হরেকরকম সার্কাস।
কেবল ঘুরছে আর ঘুরছে, ঘূর্ণিময় দোল খেতে খেতে নাগরদোলা নিজেই জানে না সে-যে বৈদ্যুতিক, কেউ তাকে নিয়ন্ত্রণ করছে।
অতটা সুন্দর না যতটা দেখায়,
ততটা দূরে না যতটা চাকায়।


প্রেমময় বারিধারায় কত না;
বৃষ্টিফোঁটা ঐ আকাশ বেয়ে পড়ে মৃত্তিকায়,
প্রতিটি ফোঁটা কী বলো?
আঁটকায় সে সবুজবর্ণ কঁচুপাতায়।
কতটা স্বচ্ছ, কিরণপাতে কতটা ঝলমলে দেখায়,
কেউ যেন সুনিপুণ হাতে বসিয়ে দিলো পাতায়।
মৃদু বাতাসে তা এদিক ওদিক গড়ায়,
কতটা সুন্দর দেখায়।


আচমকা..
এক ইশারায় সে বিন্দুজল গড়ায় সেই চিরঞ্জীবিনী মৃত্তিকায়,যার আদত আদল কায়া তারই ডাকে তারই পাহারায়  নিমিষেই শূন্যপাতা কালের আবর্তনের চাপায়...হায়।
অতটা সদৃশ-চমকপ্রদ নয় যতটা দেখায়,
জীবন শূন্যপাতা মাত্র ধরার শূন্য খাতায়।।