কামিনী
    তুই কেমন আছিস আমায় কি-রে ভুলেই গেছিস?
পারিনা আর ভুলতে তোকে অষ্টপ্রহর থাকিস বুকে।
নিসনা খবর একটি বারো তুই যে আজি অন্য কারো
তোর আশাতেই পথে চলি নিজের সাথেই কথা বলি।
অনেক দুরে গেলি চলে আমায় কিছু যাসনি বলে
বাসবো ভাল আগের মতই হোকনা আমার কষ্ট যতই।
খুঁজি তোকে খুব গোপনে ফুল পাখি আর তারার বনে
মনটা আমার কাঁদে একা না পেয়ে আজ তোরই দেখা।
ইচ্ছে করে যাই ছুটে আজ যেইখানেতেই তোর বসবাস
ঘাসে বসি ধুলো মাখি হাত দুটি তোর হাতেই রাখি।
অশ্রু চোখে ঝরবেনা আর থাকবি নাক মুখ করে ভার
বলবি কথা পরাণ খুলে গাইবো আমি দুঃখ ভুলে।
সূর্য যবে নামবে পাটে বসবো দুজন নদীর ঘাটে
আধখানা চাঁদ মিলবে দেখা মেঘের ভীড়ে থাকবে একা।
আমার মত একটু ভাবিস শূন্যে দুহাত বাড়িয়ে রাখিস
এমনি করেই আসবো কাছে তোর সুখের ঐ প্রণয় মাঝে।
হারিয়ে তোকে একলা আমি তুই যে আমার অনেক দামি
থাকিসরে তুই অনেক ভালো দুর করে সব আধাঁর কালো।