বুক জুড়ে লতানো দ্রাক্ষার বাগান
বাঁ-পাশে রোপিত সতেজ ডালিম বৃক্ষ
অত্যুষ্ণ উত্তাপে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
সবকিছু ধূসর এখন।


প্রতিদিন জল দিই প্রাণের আশায়,
সবুজাভ সুন্দরের আশায়, ফলবন্তী
হয়ে ওঠার আশায়।


জং ধরা শরীরে শেওলা জমে,
জমে বেহায়া দুঃখের আস্তর
পাঁজরের হাড় চেপে ধরে প্রাগৈতিহাসিক দীর্ঘশ্বাস।


ক্ষয়ে যাওয়া সভ্যতার পথে হাঁটি
মনুষ্যত্বের সমস্ত রস শুষে নেয় বিশুষ্ক বিবেক
মরে যায় স্বপ্নের সবুজ উদ্যান।


মরে না কেবল আশা, বেঁচে রয়
এমিবা গোত্রের ভালোবাসা
দুঃখকে ধারণ করে করি কঠিন মৃত্যুর
সাথে বসবাস।


হয়তো কোনোদিন প্রাণের সুনন্দিতার
ঘনোকালো চুলে পাবো রজনীগন্ধার সুবাস
জেগে ওঠবে ঘুমন্ত বিবেক, কেটে যাবে খরা
আবার পুষ্পিত হবে বসুন্ধরা।
১০-৬-২০১৯