হেমন্তের ধানক্ষেতে
যদি থাকে শালিক আনন্দে মেতে
তবে থাক
শুনতে হবে না আমার ডাক।


রঙের বসন্তে
নিসর্গের পাটাতনে বিছিয়ে হৃদয়
ভুলে শঙ্কা ভয়
কেউ যদি একান্ত আমার হয়
হৃদয়ের টানে
চলে যাবো তার বিশুদ্ধ বাগানে।


পাখিদের ভাষায় শোনাবো গান
বাজাবো জলের সরোদ
মন্দ্রিত সুরে-জেগে যাবে নিহত উদ্যান।


কেউ যদি বলে এখানে এসো না
গোলাপের ঘুম ভেঙে যাবে
আমি মানবো না-না মানবোই না।


গোলাপের নরম নাভিতে এঁকে দেবো
এমন চুম্বন-জলের সাধনা
তার সাথে মিটিয়ে দেবো গোলাপের
আদিম কামনা।
২২-১০-২০১৯