ভালোবাসার আগুন আমি প্রতিদিন গিলে খাই
ভালোবাসা ছুঁয়ে আমি পুড়ে হই ছাই
ভালোবাসা পেলে আবার ঝিনুকে নিই ঠাঁই।


শামুকের কঠিন খোলসে বন্দী করো না আমাকে
ঝর্ণার প্রপাতে দাও অনিশ্চিত গন্তব্যে ভাসান
‘জলের করাতে’ কাটাকুটি শেষে পরিপাটি
পাষাণ ভালোবাসার পায়ে লেগে থাকি পলিসর মাটি।


আমাকে দেখায়ো না জলের মোহ
জলের ওপারে আগুনের নদী ছাড়া আর কিছু নাই
আগুনের থাকে না পোড়ার ভয়
আগুন আবাসে অভিযোজনে মানাতে আমি
আগুন হতেই গোগ্রাসে আগুন গিলে খাই।
২১-০১-২০২১