হলো না, হলো না শোনা, শ্রাবণের গান
করেছে তোমার মতো শ্রাবণও অভিমান।


বৃষ্টির ব্যাকুলতায় অনন্ত অস্থির ধরা
তোমার অসীম অদর্শনে রক্তে ও হৃদয়ে -
চলছে দীর্ঘকালের খরা।


বয়স্ক বটের শাখায় ঝাপানো রোদ তৃষ্ণা
যতটা বাড়ায়
জানো না, জানো না অভিমান, তারও বেশি পোড়ায়!


রাতের চিবুকে চোয়ালে আহত চন্দ্রালোক;
দেখোনি চোখের অন্তরালে লুকিয়ে রেখেছি
কতটুকু শোক।
২২-০৮-২০২২