ওরে হারামজাদা দাম্ভিক!
আরাম কেদারায় বসে ভাবছিস
এই বেবাক পৃথিবীটা তোর
যাদের দানে সংসার চলে
তাদেরকে গালি দিস “মাদারচোদ” বলে
তুই তো আসলে বাটপার, মহাচোর।


এতিমের সম্পদ খাস লুটেপুটে
বন, নদী, মাঠ যেখানে যা জুটে
দখল করে নিস ক্ষমতার দাপটে
ব্যাংক লুট করে গড়িস টাকার পাহাড়
নেশার ঘোরে নারীকে বানাস ভোগের পণ্য
তুই তো আসলে নরাধম জানোয়ার।


যে দেখালো তোরে পৃথিবীর আলো
তারে রেখে দিস পরবাসে বৃদ্ধাশ্রমে
যার পেটে ছিলি দশ মাস তার কথা
একবারও স্মরণে আসে না ভ্রমে।
তোর মতো কে আছে এমন অকৃতজ্ঞ বেইমান
স্ত্রীর কথায় আপনকে তুই করে দিস পর
স্ত্রৈণ, নপুংশক, নাফরমান!


পাপের টাকায় চলছিস তুই দামী গাড়িতে
হাওয়ার চাকায় দিয়ে ভর
চাকা পাংচার হলে থেমে যাবে গাড়ি
দিতে হবে পাড়ি মাটির কবরে
মরণে তোর নাই কি কোনো ডর!


এখনও সময় আছে ভেবে দেখ
এই পৃথিবী তোর চিরস্থায়ী আবাস নয়
দম্ভ ছেড়ে আয় ফিরে সঠিক পথে
সৃষ্টির সেবা করিস যদি পূণ্যের নিয়তে
ক্ষমা তোকে করতেও পারেন
পরম করুণাময়।
১৭-১-২০১৮