পিঁপড়ের মতো ছোট ছোট স্বপ্ন এখনও
হেঁটে বেড়ায় নিরবে বুকের তলায়।


কৃষকের দীর্ঘশ্বাসে পুড়ে ফসলের ক্ষেত
চোখের সমুখে অসীম শূন্যতা।


মনের আকাশে জমে থাকা বেদনার শিলা
গড়াতে গড়াতে গলে পড়ে চোখের কার্ণিশ বেয়ে।


বুকের ভিতরে আটকে থাকা বাতাসে ঝংকৃত হয় বেদনার সাইরেন।
তবু বায়োস্কোপের চোঙায় চোখ রেখে দেখি সোনালি অতীত।


অস্থির সময় তাকায় বিপুল বিদ্রুপের চোখে
আজানুলম্বিত জুব্বার পকেটে নারীর সম্ভ্রম
জমা হতে থাকে বেহিসেবে।


সভ্যতার গায়ে অসভ্যতার লেবাস
ভূতুড়ে আলোর প্রক্ষেপণে ভেসে ওঠে
কলঙ্কের দাগ বনফসার শরীরে
আমি লজ্জায় ঘৃণায় মিশে যেতে থাকি অন্ধকারে।


তবু কিছু স্বপ্নের সবুজ চারা উঁকি দেয়
অকর্ষিত বুকের জমিনে
শক্তপোক্ত অসভ্য পাঁচিল ভেদ করে
এখনও ভাষাহীন আশার শোভন শুকতারা
চোখ মেলে চেয়ে থাকে প্রোজ্জ্বল ভোরের প্রত্যাশায়
এখনও স্বপ্ন হেঁটে যায় বুকের তলায়।
২৫-৬-২০১৯