হলুদ গাঁদার খামে ভরে আসলো ওড়ে চিঠি,
সম্ভাবনার দুয়ার খুলে স্বপ্নে ভরে দিঠি।
রঙের ফাগুন ডেকে বলে নতুন সাজে সাজ
দে গুটিয়ে ঘুমটা টানা শীতের ভীরু লাজ।
লাগুক মনে সঙ্গোপনে প্রেমযমুনার ঢেউ
দোষ কি তাতে এই বসন্তে মাতাল হলে কেউ।
আগুন লাগা উদাস ফাগুন পোড়ায় হৃদয় যদি
বুকের ভিতর দে বইয়ে দে বরফ গলা নদী।
যৌবন জোয়ার উথলে ওঠোক দিসনে তাতে বাধা
নে গেঁথে নে চুলের খোপায় একটি হলুদ গাঁদা।
১০-২-২০১৯