হে প্রিয় শহর! ব্রহ্মার পুত্র তোমাকে সুরক্ষা দিয়ে
তোমার কোল ঘেঁষে বয়ে গেছে ব্রহ্মপুত্র নামে।
তার শীতল জলে ডুবসাঁতার খেলে কাটিয়েছি
চৈত্রের খররোদ্রের মধ্য প্রহর।


সেই স্মৃতি আবার মনে করিয়ে দিল রূপন দাস।


শতাব্দী প্রাচীন স্মৃতির শহর, পৌর থেকে
হয়েছো সিটি। তোমার ঐতিহ্য ধরে এগিয়ে চলো।
ভাষা, কৃষ্টি, কালচারে স্বতন্ত্র বৈশিষ্ট্যের ময়মনসিংহ
বিভাগীয় শহরের গৌরবময় যাত্রা পথে
দখল, দুষণ আর যানজটের দুর্বিসহ যাতনা যেন
তোমাকে স্পর্শ না করে।


স্মৃতিময় শহর তুমি ভালো থেকো বার মাস।


৯-১-২০১৮