আল্লাহ নামে এত মধু বুঝিনি তো আগে...


যার নামেতে গায় পাখি গান
তারার রাগে সাজে আসমান
দিবস-রাতে এক নিয়মে চন্দ্র-সূর্য জাগে!


আল্লাহ নামে এত মধু বুঝিনি তো আগে...


বইছে নদী নিরবধি উদধির ডাকে
জন্মের আগেই রিযিক জমে মায়ের বক্ষবাঁকে
গাছে গাছে ফুল ফুটে রয় গভীর অনুরাগে


আল্লাহ নামে এত মধু বুঝিনি তো আগে...


হেদায়াতের পথ দেখাতে দিলেন আল-কুরআন
বান্দার জন্য নেয়ামতও দিলেন অফুরান
মুহাম্মদ নাম ফুল ফুটালেন হৃদয় কুসুমবাগে!


আল্লাহ নামে এত মধু বুঝিনি তো আগে...


ও মনা তুই রইলি ঘুমে বুঝলি না তাঁর শান
ভাবলি না তোর বেঁচে থাকা তাঁরই অবদান
কী করে তুই খণ্ডাবি পাপ জমেছে যা ভাগে!


আল্লাহ নামে এত মধু বুঝিনি তো আগে...
২০-১০-২০১৯