আলোর মিছিল-কবিতার আসর দৃপ্ত পদে চলছে
শোন তোরা ভাই কান পেতে ওই
শত কণ্ঠে জীবনের কথা বলছে।


দেখ তোরা ওই মিছিল কেমন, চলছে সমান তালে
আবার তারা কেমন করে
নিপীড়িতের শিরায় শিরায় দ্রোহের আগুন জ্বালে।


মৌ বনে আজ যৌবন যেন প্রেমের কথা বলে
আবার তারাভ
বিরহ  ব্যথায়- করুণ কথায় ভাসায় চোখের জলে।


কে আছো জোয়ান হও আগুয়ান প্রাণ প্রাচুর্যে ভরপুর
ভয় বাধা দলো, সম্মুখ পানে চলো
পৃথিবীর জঞ্জাল করো দূর।


এসো হে তরুণ ভোরের অরুণ আলোর পথের যাত্রী
জ্ঞানের মশাল জ্বেলে ঘুচাই ঘোর আঁধারের রাত্রি।


আলোর মিছিল চলছে-
বাংলা কবিতার বিজয় মশাল জ্বলছে।
এই মিছিলে শরীক হয়ে
সাহিত্যের স্বর্নশস্যে ভরে নাও বুক
ভরে নাও বাঙালির স্নিগ্ধ সৌরলোক।


আলোর মিছিল চলছে-চলবে
এই মিছিলের শেষ কোনোদিন হবে না তো আর
একে একে আমরা মিলে, হবো একশ হাজার।
১৪-৭-২০১৮