আমার আমার করি যাহা
সে তো আমার নয়
আমার আছে একজনা সে
প্রভু দয়াময়।।


শখের বাড়ি শখের গাড়ি
শান শওকত আর জমিদারী
কিছুই আমার নয়,
সকল কিছু পর হবে রে
চক্ষু দুইটা বন্ধ যদি হয়।।
আমার আছে...


কুল্লু নাফসিন হবে বিলীন
আসবে কেয়ামত
মহাবিচারকের কাছে
দিতে হবে কৈফিয়ত।


সময় থাকতে হওরে সাবধান
সেদিন দূরে নয়
ধন দৌলতের মায়া ছেড়ে
করো) শেষ বিচারের ভয়।।
আমার আছে...
১২-৯-২০১৭


ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব ১/৩ মাত্রা।
গানের শ্রেণি: ভক্তিমূলক।