শর্ত দিয়ে ভালোবাসা হয় না। যায় না-
মাপজোখ করেও তেমন ভালোবাসা।
ভালোবাসা প্রমাণের কোনো সূত্র নেই,
নেই কেনো মাপার যন্ত্রও। এক পাল্লায় অবিশ্বাসের-
বাটখারা তুলে আরেক পাল্লায় যত বেশি ভালোবাসা
ঢালা হোক, ভালোবাসার পাল্লাটি কখনোই
নামবে না নিচে। এমনকি অবিশ্বাসের প্রাচীর  
ভালোবাসার কোমল কাঠি দিয়ে ঠেলে
                                  যায় না সরানো।
একে বিশ্বাসের কঠিন হাতুড়ি ঠুকে ঠুকে,
কিংবা ধৈর্যের ধারালো ছেনি দিয়ে ভাংতে হয়।
নতুবা ঘটাতে হয় বিস্ফোরণ বিচ্ছেদের ডিনামাইট।
কারোরই বিচ্ছেদ একান্ত কাম্য নয় বলেই দুঃখের-
চন্দ্রাহত অন্তরালে আমার এখন চৈত্রের খরায়
রাতদিন বৃষ্টির অপেক্ষা; ভালোবাসার তুমুল বৃষ্টি।
ভেতর-বাহির ভিজানোর অনুপ্রিয়া এবং অন্বিতা বৃষ্টি।
০২-০৮-২০২২