আমার মনে মেঘ ঢেলেছ কত
তাইতো আমার গহন চোখে শ্রাবণ বারী ঝরছে অবিরত।

আমার বুকে অথই নদী বান ডেকেছে চোখে,
বেদনার ঢেউ উথাল পাথাল আছড়ে পড়ে বুকে।
আমার বুকে দুঃখ বহে বরফ গলা শীতল জলের মতো।
আমার মনে মেঘ ঢেলেছ কত...


বালির বাঁধে যায় কি রোখা অথই জলের ধারা
মনের নদে বান ডাকিলে চোখ ভিজে হয় সারা।


সবাই যখন দেয় আমাকে ফাঁকি
আমি তখন বুকের ভিতর আশার ছবি আঁকি
চোখের জলে শীতল করি বুকের সকল ক্ষত।
আমার মনে মেঘ ঢেলেছ কত...
২৭-৮-২০১৭