আমি দেখি/চাঁদের জোছনা
তুমি দেখো/তার কলঙ্ক
আমি দেখি/মিলন বাসর
তুমি দেখো/বিরহের পা/লঙ্ক।।


আমি ভাবি/প্রেম স্বর্গের সুখ
দূর করে সে/মনের অসুখ
তুমি ভাবো/ তারে আতং/ক।।
আমি দেখি/চাঁদের জোছনা...


আমি যদি/ ডেকে আনি/ভালোবাসা
তুমি ডাকো/সুখের ঘরে/দুখ সর্বনা/শা


হায় রে জীবন/সইবে এ মন
কেমন করে/ এতো জ্বালা/তন
যদি) না মিলে রে/ দুটি মনের/ জটিল অঙ্ক।।
আমি দেখি/চাঁদের জোছনা...


২৮-৯-২০১৭


ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব ১-২ মাত্রা।
গানের শ্রেণি: আধুনিক গান।