সন্ধ্যাকালে কোথায় লুকাও বলো সূর্যিমামা,
কে দেয় তোমায় এমন সুন্দর লালটুকটুক জামা?
পশ্চিম থেকে পূবাকাশে কেমন করে আসো,
তোমার কি আর পাখা আছে আকাশগঙ্গায় ভাসো?
দিনের বেলা তুমি কেন আলোর প্রদীপ জ্বালো,
রাতে কেন পালিয়ে বেড়াও ঢেলে আঁধার কালো?
যাওনা বলে সূর্যিমামা কোথায় তোমার বাড়ি,
আমারও যে ইচ্ছে করে তোমার মতো আকাশ দিতে পাড়ি!
০১-০৪-২০২০