প্রেমের বাজারে দরপতন অব্যাহত
নাই কোনো নিয়ন্ত্রণ কমিশন...


মূল্য হারানোর হাহাকারে বাতাস যখন ভারী
ঠিক তখন-
উৎসবমুখর বর্ষণে মনের অজান্তে ভিজিয়ে দিয়েছো মন...


একসাহারা উষ্ণতা পুষে রাখা বুকে ফিরে আসে প্রাণের স্পন্দন
আরাধ্য প্রেমের প্রাচীন নগরে আবার
শুরু হয় নাগরিক কোলাহল...


বিলাসী পণ্যের প্রাচুর্যে সাজানো শহরে
বেদনার প্রবাহ লুকাই বেহুলা বাগানে
বহনের অধিক যাতনা ভুলে থাকি
বেলাশেষের পাখির গানে...


কালাহারি মরুর তৃষ্ণার্ত বুকে কল্পিত প্রেমের
তুমুল বর্ষণে, প্রেম আর অপ্রেমের অন্তর বিরোধী
অবাধ্য দেয়াল ভেসে যায় আষাঢ়ী প্লাবনে...
২৪-১৯-২০১৯