হাসতে হাসতে খেলতে খেলতে
চলে গেলো সবুজ সকাল
ঘাসের ওপর গড়িয়ে গড়িয়ে
মাতাল দুপুর এলো অত্যুষ্ণ উত্তাপে
আকাশের গায়ে কালো মেঘ
বৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখে
মুখ ফিরিয়ে নিলো বিশুদ্ধ বিকেল
সন্ধ্যাবকুল নিঃশব্দে ঝরে গেলো
ঠুনকো অজুহাত অভিমানে
সোনালি শস্যের বিরান মাঠে
শুধু অপেক্ষা এখন একা
দুহাতে আঁধার ঠেলে যদি পথ দেখায়
জোছনাকুমারী রাত...
তবেইনা হবে ভোর, আসবে সোনালি প্রভাত
তবেইনা হবে ভোর, আসবে সোনালি প্রভাত..
২২-৪-২০১৯