পৌষের চাদরে পরম আদরে ঢেকে রাখি বুকের বাসনা
শিশিরের মতো চোখ থেকে খুলে রাখি তরল বেদনা!


ক্লান্তহীন পথ হাঁটি বুকের পাঁজরে ধরে রেখে
যুদ্ধ জয়ের আনন্দক্ষণ; যাযাবর যৌবন গোপনে কাঁদে!


দহিত দেহের ভাঁজে ভাঁজে নিভৃতে লুকিয়ে রেখে
অপ্রাপ্তির অবিরাম ক্ষত বেকুবের মতো হাসি
আর বলি- হে মহান বিজয়ের দিন স্মৃতিতে অম্লান
ষোলো ডিসেম্বর, তোমাকে কতনা ভালোবাসি!


স্বাধীনতার আশায় যুদ্ধ জয়ের আনন্দ দিনে
প্রিয় স্বাধীনতা তোমাকে আজও খুঁজি তন্দ্রাহীন।


অনিদ্র কুয়াশাক্লান্ত চোখে সবকিছু লাগে ফিকে
তবুও হে স্বাধীনতা, বুকের নিবিড়ে তোমাকেই-
তোমাকেই পেতে ছুটি নিরন্তর আরেক নতুন প্রভাতের দিকে!
১৫-১২-২০১৯