মা বাবা না খেয়ে মরে ঘরে
সিন্নি চলে যায় পীরের মাজারে।
দুধের শিশু থাকে অনাহারে
দুধ বেচে দেয় বাজারে।
কিছু লোক আছে এতই বদ
গরীবের টাকা মেরে খায় মদ।
বস্ত্রহীন কাঁপে শীতে অনাদরে
কবর ঢাকে কেহ দামী চাদরে।
আগুনে পুড়িয়ে মেরে মানুষ
বলে, হরতাল মানেনি এটা কার দোষ।
দুর্নীতি হয় হাওরের বাধে
ফসল হারিয়ে কৃষক কাঁদে।
দেশ গিলে খায় বানের জল
কর্তার সাফাই-ঠেকানো কি যায় পাহাড়ি ঢল।
না বুঝেই করিস সমালোচনা
যত্তসব আহাম্মকের দল।
ত্রাণের টাকা মেরে সাজে বড় নেতা
সত্যি সেলুকাস! অদ্ভুত মানবতা।


৮-১১-২০১৭