বেকারত্বের অভিশাপে ঝরছে চোখে পানি
পেটের ক্ষুধায় টানতে নারি সংসারেও ঘানি।
সমাজেতে আজকে আমার নাই যে কোনো দাম
চাকরির খোঁজে ঘুরে বৃথাই ছুটছে গায়ে ঘাম।
চাকরির বয়স কবেই গেছে পাক ধরেছে চুলে
ভালোবাসতো যেজন আমায় তাকায় না আর ভুলে।
মা বাবাও আশায় আশায় গেল কবর দেশে
আত্মহনন করতে গিয়েও হয়নি অবশেষে।
পণ করেছি মনের ভিতর হারবো কেন আমি
আমার রিযিক কোথায় আছে জানে অন্তরযামী।
আত্মনির্ভর হয়েই আমি বাঁচবো নিজের দেশে
মরতে যদি হয় কখনও মরবো বীরের বেশে।
২১-৬-২০১৮