চাঁদের আলোর চাদর গায়ে স্মৃতির পথে হাঁটি
ধবল জোছনার ত্রস্ত হাতে সুখ করে দেয় মাটি।
তবু যে তোর ফেরার পথে নিত্য চেয়ে থাকি
আসবি ফিরে আসবিরে তুই প্রেম যে অনেক বাকি।
ঘুম হারা এই রক্ত চোখে জাগে তোরই ছবি
ভাবতে ভাবতে জানিস কি তুই হয়ে গেছি কবি।
কৃষ্ণচূড়ার ডালে যখন দেখি রঙের খেলা
মনে পড়ে তোর বিরহে দিন যে গেছে ম্যালা।
ব্যথার ক্রন্দন যায় না শোনা হাজার ব্যথার ভীড়ে
গোপন ব্যথা ঢেকে হৃদে ভাসি নয়ন নীরে।
ভুল বোঝে তুই এমন করে যাসনে চলে দূরে
তুই ছাড়া মন একলা কাতর ফাগের রাগে পুড়ে।
আয় ফিরে তুই অভিমানী থাকবি দূরে কত
তোর বিরহ আমার হৃদে বাড়ায় শুধু ক্ষত।
মান করে তুই আর কতকাল থাকবি অনেক দূরে
আড়াল থেকে কাঁদিসনে আর করুণ বাঁশির সুরে।
তোর জন্য প্রেম যেমন ছিলো আজো তেমন আছে
আয় ফিরে তুই অভিমানী আয়না বুকের কাছে।
আদর করে তোর কপালে মাখিয়ে দেবো চুম
ব্যথা ভুলে হৃদয় কূলে পড়ুক প্রেমের ধুম।
৬-৬-২০১৮