বাদল তোমার কাব্য আমায় বাঁধলো মায়াজালে
তোমার জন্য আছি বসে বৃষ্টি ভেজা মিষ্টি বকুল ডালে।
হাত বাড়িয়ে নাও না তুলে একটি বকুল ফুল
কূলহারা এই বকুল পাবে ভালোবাসার কূল।
বাদল তুমি বসে আছো কোন কদমের ডালে
নাওনা তোমার বুকে তুলে এই নিদানের কালে।
যেও না ভুলে দেখে কুহক কনকচাঁপার হাসি
তুমিহীনা সকাল সন্ধ্যা চোখের জলে ভাসি।
বাদল দিনের মাদল আমায় করছে আত্মহারা
আর থেকো না দূরে বন্ধু দাওনা ডাকে সাড়া।
২২-৬-২০১৯