জ্যৈষ্ঠ গেলো খরায় খরায় আষাঢ় এলো যেই
ভরা যৌবন মেঘবালিকা হারিয়ে ফেলে খেই।
টিনের চালে হাওয়ার তালে ঝমঝমিয়ে নাচে
কান্নাকাতর সৃষ্টিরা সব বৃষ্টি পেয়ে বাঁচে।
উজান স্রোতে খলসে পুঁটি খলবলিয়ে ধায়
নীল ময়ূরী নৃত্য করে ঘুঙুর পরা পায়।
গুড়ুম গুড়ুম দেয়ার ডাকে হয় উতলা মন
প্রিয়া গেছে জলের ঘাটে ফিরবে সে কখন!
হিজল ফুলের চিঠি আসে বানের জলে ভেসে
সিক্ত বসন কলসী কাঁখে ফিরে প্রিয়া হেসে।
মন দরিয়ায় ঢেউ জাগালো মধুর আষাঢ় এসে
বাদল রাগে হৃদয় জাগে বিমল ভালোবেসে।
গায় যে অলি ফোটে কলি হৃদয় কুসুমবাগে
আমি ভিজি সেও ভিজে গভীর অনুরাগে।
১৮-৬-২০১৯