একি দেখছি আজ
বাঘের গায়ে
রাম ছাগলের সাজ!


মগজে কামড়ায়
কোন যাতনার বিষ,
গামছা গলায় নৌকার মাঝি
ধরেছে ধানের শীষ!


বঙ্গবন্ধুকে দেখিনাই
দেখেছি বঙ্গবীর,
তার আদর্শে থেকেছি অটল
সময় কেটেছে অস্থির।


বড় অদ্ভুত
রাজনীতির জটিল খেলা
লজ্জাতে তাই বন্ধ রেখেছি
চিন্তার জানালা।


ভাবনার দুয়ারে
দিয়েছি খিল
চক্ষু রেখেছি বন্ধ,
বাতাসে ভাসে
নীতিহীন রাজনীতির
চরম দুর্গন্ধ!


লোভের টোপে
লুট হতে দেখে নীতি
ভয়ে আড়ালে হাঁটি,
খুঁজেছি অনেক
পেলাম না যে
মানুষ একটা খাঁটি।


অন্তরে পোষে
জটিল বাসনা
বাহিরে পরিপাটি,
দেখে কাঁদে মন
চক্ষের জলে অলক্ষ্যে ভিজে
বাংলার পলিমাটি।


আদর্শ বিকোয়
গণিকার মতো
রাতের অন্ধকারে,
বাংলার আকাশ
বিমর্ষ বিমূঢ়
শহিদের হাহাকারে!


পবিত্র পতাকা খামচে ধরেছে
ঘৃণিত শকুনের পাল
লোভে নাকি ক্ষোভে
বাঘ পরেছে
রাম ছাগলের ছাল?
১১-১২-২০১৮