সাত মার্চ ঊনিশত একাত্তর, বিবর্ণ বিকেল
সবুজ দূর্বায় ঢাকা প্রাণের ঢাকার রেসকোর্স ময়দান
শেখ মুজিবের তর্জনিটা সেদিন কেমন করে
মুহূর্তেই হয়ে গেলো তীক্ষ্ণ তলোয়ার!


আর তার ইশারায় জেগে ওঠলো জনসমুদ্রের উত্তাল জোয়ার
স্বাধীনতার তেজোদ্দীপ্ত অঙ্গীকার; আর সেই
তর্জনির তুমুল গর্জন আলোড়নে
লোনা পানি থেকে স্বাদু পানিতে জায়গা করে নেয়া
প্রথম পোয়াতি ইলিশের মতো বিশ্বমানচিত্রের পেটে
জায়গা করে নিলো একটি স্বাধীন দেশ;
আজন্ম স্বপ্নের সার্বভৌম বাংলাদেশ!


"শেখ মুজিব" এবং "স্বাধীনতা" শব্দগুলোও
সেদিন থেকে সমার্থক।
২৩-১১-২০১৯