কেন আমায় পাগল করিস মোহন বাঁশির সুরে
বারে বারে কেন ডাকিস এমন আকুল স্বরে।


রাত কাটে না দিন কাটে না কাটে না সময়
তোর ডাকেতে উতলা মন উদাস হয়ে রয়
পায়ের বেড়ি ভাঙতে নারি
মন যে আমার ছটফট করে মরে।


কৃষ্ণ প্রেমে যেমন উদাস হইত রাধার মন
তোর বাঁশরী শুনে আমি উদাস হই তেমন।


সইতে নারি মনের জ্বালা
তোর বিহনে হাড় কালা
এমন করে ডাকলে আমি কেমনে থাকি ঘরে
তোর কাছেতে কেমনে আসি কুল জাত মান ছেড়ে।


১-১১-২০১৭


ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব ১-৩ মাত্রা।
গানের শ্রেণি: মরমী গান।