তোমাকে কথা দিয়েছিলাম সমুদ্র দেখাতে নিয়ে যাবো
এক যুগ পার হলো, আজও পারিনি; পারিনি নোনা বালির
তীর ধরে হাতে হাত রেখে ঝাউবন পার হতে
কথা দিয়েছিলাম আসন্ন শীতে পাখির পালকে বোনা
ওমের চাদর কিনে দেবো। তাও কেনা হয়নি, শীত চলে গেলো।


বলেছিলাম তোমার জন্য বুকের জমিনে করেছি গোলাপের চাষ
এখান থেকে তোমাকে দেবো সুগন্ধি গোলাপ; তাও হলো না। কেননা
ভালোবাসার বীজ হতে বিশুষ্ক বুকে গজালো বেদনাবৃক্ষ!


যতবার ইচ্ছে পূরণের কথা ভেবেছি একান্তে, ততবার
শূন্য পকেট আমাকে শাসিয়েছে; ইচ্ছে পূরণের বিরুদ্ধে তার অনড়
অবস্থান, অযাচিত অন্তরায়।


আহত চুম্বন, নিহত নিরীহ অনুরাগ, মোহন শব্দের বদলে প্রখর
শব্দের বিরস ঝংকার, বর্ণপ্রকরণ, আরও অনেক বিমূর্ত ব্যর্থতা
সবকিছু নিয়ে
অর্থের অনর্থ সীমাবদ্ধতায় লিখা হলো ব্যর্থতার ব্যাকরণ!


মনে ভালোবাসায় প্রচণ্ড ভয়
তিরস্কারের বিষাক্ত তীর প্রতিনিয়ত ঝাঁজরা করে আহত হৃদয়!
০৭-০২-২০২০