ব্যর্থ ভোর হাঁটে তপ্ত দুপুরের দিকে
ভিখেরি বিকেল গড়ায় রাতের অন্ধকারে
নক্ষত্রের মৃদু আলোয় শুধুই চোখে পড়ে
ব্যথার ভাস্কর্য এক - হৃদয়ের দ্বারে।


জীবনের প্রচ্ছায়ার প্রতিলিপি এঁকে রাখে
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
ফুরফুর ওড়ে যায় জোনাকির আলো
বেদনার সরোবরে চোখ দেয় সুগভীর ডুব।


ধূপের ধোঁয়ার মতো স্বপ্নরা বাতাসে মিশে
প্রাণ ভরে পান করি হতাশার স্যুপ
চাহিদার চারুলতা তবুও সবুজ
ব্যথার ভাস্কর্য খুঁড়ে খু্ঁজি জীবনের রূপ।


ভুলের অতুল বজ্রপাত চুরমার করে সব
কষ্টের প্রশস্ত কনক্রিটে চাপা পড়ে বুক
জীবনের প্রেমে পড়ি তবু বারবার
সময়ের জরায়ুতে খুঁজে ফিরি সুখ।
০১-০৯-২০২২