[জাতীয় সংসদের উপ-পরিচালক (প্রকাশনা) জনাব মোঃ শরিফুল ইসলামের কর্মবসানে নিবেদিত শ্রদ্ধার্ঘ‌্য]



বিদায় কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই
এরচে করুণ বিষাদ বেদনা আর কিছুতে নাই।
বিদায় মানে প্রিয়জনের হঠাৎ দূরে যাওয়া
বিদায় মানে যাপিত জীবনে সময়ের বৈরী হাওয়া।
বিদায় মানে হৃদয় ভরা করুণ বিষাদ সুর
বিদায় মানে চোখের কোণে অশ্রুতে ভরপুর।
চাকুরী থেকে বিদায় হলো কর্মের অবসান
পুষ্প যেমন যায়গো ঝরে বিলায়ে তার ঘ্রাণ।
সারাটি জীবন তুমিও দিয়েছ নিজেকে উজার করে
কর্ম সাধনায় রেখেছ অবদান প্রিয় এই দেশের তরে।
আগমনে তোমার আনন্দ বহেছিল প্রস্থানে বহে বেদনা
সুখ তোমার চির সাথী হোক বিদায়ে বন্ধু কেঁদো না।
সময় বড় নিষ্ঠুর পাষাণ স্রোতের মতো বয়ে যায়
অশ্রুসজল চোখে তোমাকে জানাতে হলো বিদায়।
আমাদের কথা মনে রেখো, ভুলে যেও না কভু
জীবন তোমার সাফল‌্যময় করে দিক দয়ালু প্রভু।
বিদায় বন্ধু, বিদায়। ভুল ত্রুটি করে দিও মার্জনা
জীবন তোমার সুখময় হোক এটাই শুধু প্রার্থনা।


২৫-৭-২০১৭