(কবিতাটি ২০০৯ সালের ১৬ ডিসেম্বর লেখা। কবিতায় ব‌্যক্ত অঙ্গীকার আজ কিছুটা হলেও পূরণ হয়েছে।)


বছর ঘুরিয়া আসিল আবার
বাঙালির বিজয়ের মাস
পথে-প্রান্তরে তাই করিছে সবাই
বিজয়ের উল্লাস।


আনন্দ আজ বাধ ভাঙ্গিয়াছে
আসিয়াছে খুশির জোয়ার
আশার আলোয় ভরিয়াছে জীবন
কাটিয়া গিয়াছে আঁধার।


মনের আকাশে ঝরিছে আজ
জোছনা রাশি রাশি
বেদনা ভুলিয়া সবার মুখে
ফুটিয়াছে বিজয়ের হাসি।


এই হাসি আর আনন্দের
না হয় যেন শেষ
বিজয়ের গৌরব রাখিতে সমুজ্জ্বল
গড়িতে হইবে দেশ।


স্বাধীনতা আনিয়াছি, থাকিব স্বাধীন
এই হোক আজকের অঙ্গীকার
শহিদের রক্তের বদলা নিব
বধ করিয়া সব রাজাকার।
১৬-১২-২০০৯