আমি না দানব, না মহামানব
তবু মাঝে মধ্যে আমার ভিতরে
প্রেম - অপ্রেমের দ্বন্দ্বে ঢুকে যায়
দানব ও মানবের অশরীরী আত্মা
এরা একে অপরের প্রতিপক্ষ।


যে মুহূর্তে বিশ্বময় অনুভূত হয় অনিবার্য যুদ্ধ
অসাম্য ও অশান্তির বিরুদ্ধে, সে
মুহূর্তে আমার চোখ থেকে খুলে রাখি সুখ, স্বপ্ন
ভিতরে বাহিরে অনুভব করি মৃত মানুষের ঘ্রাণ,
রক্ত ও মগজে বিপ্লবী স্লোগান,
অযুত নিযুত দানবের আহবান।


আমি অজস্র ঘৃণার শ্লোক ছুঁড়ে দিতে থাকি
বিপক্ষের সুদর্শী শরীরে। দানবীয় হুংকারে প্রাসাদ
পুড়ে পুড়ে তৈরি করি ভয়ংকর রণাঙ্গন।


যুদ্ধ শেষে পড়ে থাকি কী রকম নিরীহ মানুষ!
আমার অস্তিত্বে তারপর ভর করে এক বিশুদ্ধ প্রেমিক
রক্তে ও মগজে বয়ে যায় এলাচি সুবাস
বিপক্ষের তন্বিত তোরণে গেঁথে দিতে থাকি
সুদৃশ্য গ্ল্যাডিওলাস। শরাবের পেয়ালায়
পান করি জলপাই রঙের জীবন।


এভাবে প্রেম ও অপ্রেমের দ্বন্দ্বে আমার ভিতর
অনুভব করি দানব ও মানবের দুটি বিপরীত আত্মা।
২০-৬-২০১৯