কেউ যদি মোর না নেয় খবর, তাতে কী আর-
কী-ই বা এলোগেলো
তুমি খবর না নিলে হয় জগত এলোমেলো!


তুমি যখন খবর না নাও, কেন এমন ভীষণ একা লাগে?
বসন্তের এই কোলাহলের দিনেও, জীবন আমার বিষণ্ণতায় জাগে!


এই যে তোমার পথ চেয়ে থাকা, এই যে শঙ্কায় বুক থরথর কাঁপে
এক ফোঁটা জল গড়ায় কিনা চোখে, দুঃখ দেয়ার আত্ম অনুতাপে?


আমিও যদি পাথর হয়ে যাই, না রাখি খোঁজ শ্রাবণ ঝরা রাতে
ওঠবে কি ঝড় তোমার বুকে; কাঁপবে হৃদয় আমার মতো
হারিয়ে ফেলার গভীর আশংকাতে?


তাই যদি হয়, তবে কেন এমন  নীরব থাকা?
গভীর চোখে তাকাও আমার চোখে
চোখের তারার আলোর বানে বিষণ্ণতার আঁধার পড়ুক ঢাকা।
০৩-০৩-২০২০