শান্তিকন্যার দেশে অশান্তির আগুন
মানবতা) জ্বলে হলো ছারখার
জালিমের হুঙ্কারে কাঁপে থরথর
আফগান) সিরিয়া মিয়ানমার।


কে আছো রে নবীন বাজাও প্রলয়বীণ
ভাঙ্গো) জালিমের বন্দীশালা
জালিমের জুলুম নাশিতে আজিকে
চালারে) হাতুড়ি শাবল চালা।
জালিমের মসনদ করে দাও চুরমার।


দানবের তাণ্ডবে শঙ্কিত মানবতা
তাকে রুখতেই হবে আজ
দানব রুখে আজ মানব বাঁচানো যে
মানবেরই বড় কাজ।


হবে) মানবেরই জয়, দানবে কেন মিছে ভয়
বিশ্ব বিবেক তুমি ঘুমায়ো না আর
জেগে ওঠো মানুষ তুলো শমশের
জালিমের হুঙ্কার দাও গুড়িয়ে
হাঁকো বজ্রনিনাদ আল্লাহু আকবার।
৮-৯-২০১৭


ছন্দ: অক্ষরবৃত্ত
পর্ব বিভাজন: মুক্তক
গানের শ্রেণি: গণসংগীত।