বলেন সবে ভাই-
বৈশাখ এলে পান্তার সাথে
ইলিশ কেন চাই;
পান্তার সাথে ইলিশ ভাজা
বলেন দেখি সাজে
পান্তার মজা পিঁয়াজে আর/ কাঁচা লংকার ঝাঁঝে।


ডিম ভাজা আর বেগুন ভাজা
থাকে যদিগো সাথে
অমৃতের স্বাদ পাবেরে ভাই
বাঙালির পান্তা ভা/তে;
তাইতো বলি বৈশাখে/ আর
ইলিশ ভাজার দরকার নাই।


মা ইলিশ আর ধরবো না
জাটকা ইলিশ মারবো না
দেশের সম্পদ জাতীয় মাছ
হেলায় নিধন করবো না।


জাটকা ইলিশ বাঁচতে দিলে
বড় ইলিশ হবে
না হারিয়ে সুস্বাদু এই
ইলিশ টিকে রবে;
বৈশাখেতে ইলিশ বর্জন
করুন সকল বোন ও ভাই।


২৫-১০-২০১৭ ছন্দ: অক্ষরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ৭/৯/১০/১১ মাত্রা, অপূর্ণ পর্ব ১/২ মাত্রা।
গানের শ্রেণি: দেশাত্মবোধক গান।